দেশজুড়ে

‘উপজেলা শিক্ষার আলোয় আলোকিত’

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৮:০৭:১৮ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে গত বুধবার উপজেলা পরিষদ চত্ত¡র থেকে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প ব্রিজ, রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ভবন, বন্যায় আশ্রয় কেন্দ্র স্থাপন উদ্ধোধন ও দোয়া করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এম.পি। ফখরুল ইমাম এম.পি এ উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান ভবন, বন্যায় আশ্রয় কেন্দ্র ভিত্তি প্রস্তর স্থাপন ও বিভিন্ন প্রকল্পের উদ্ধোধন করেন। ফখরুল ইমাম এমপি বলেন এ উপজেলাকে সরকারের উন্নয়ন মূলক কার্যক্রমের অংশ হিসেবে ২৫ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ের সরকার বরাদ্দ দেয়। অপরদিকে উপজেলার ৬টি মাদ্রাসা ৪ তলা ভবন, ১০টি মাধ্যমিক বিদ্যালয় ৪ তলা ভবন, ১০টি প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা করে সংস্কারের জন্য এবং ১০টি ৪ তলা ভবনের ১ তলা ভবন নির্মানের কাজ চলমান রয়েছে। যা উপজেলায় ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ সমাপ্ত হলে উপজেলার শিক্ষার আলোয় আলোকিত হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর সাত্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (বুলবুল), সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদি, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সংসদ সদস্যের একান্ত সহকারী মোঃ আব্দুল মতিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।