প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ৭:৩৪:০৮ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে মাহমুদুল হাসান মোজাহিদ (৭) নামের এক শিশু অটোরিকশার ধাক্কায় নিহত হন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের দিগল হাইল্যা পূর্বটারি এলাকায়। নিহত মাহমুদুল হাসান ওই এলাকার শহিদুর রহমানের ছেলে। মাহমুদুল হাসান মোজাহিদ দিগল হাইল্যা গাজীপুর সিদ্দিকীয়া খানকা শরীফ নূরানী মাদ্রাসার ছাত্র।
এলাকাবাসী ও স্বজন সুত্রে জানা যায়, মাহমুদুল হাসান খেলতে যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় চলন্ত অটোরিকশা এসে ধাক্কা দিলে মাটিতে পরে গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই হাসানের মৃত্যু হয়।
হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।