প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৪ , ৪:২৭:৫৮ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ ব্রহ্মপুত্র নদ পাড়ি দেয়ার চেষ্টাকালে মাদক কারবারি সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ (৩০) ও মুসা মিয়া (১৯) কে আটক করেছে ডিবি। আটকের ঘটনাটি ঘটেছে, শনিবার (২০ জানুয়ারী) মশালের চর এলাকায়।
ডিবি জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বাবুর চর ঘাটের পাশ থেকে ৫০০ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ ও মুসা মিয়াকে গ্রেফতার করে ডিবি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর গ্রামের আরফান মন্ডলের ছেলে ও মুসা মিয়া একই এলাকার কদম আলীর ছেলে।
রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।