প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৪ , ৪:০৫:৫৪ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে লোহার গ্রিল কেটে টিউবওয়েল চুরির মামলায় তিন ঘণ্টার মধ্যে চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ জানুয়ারি) খাওনার দরগাহ এলাকায়।থানা পুলিশ জানায়, উপজেলার পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগাহ এলাকার কুয়েত প্রবাসী আব্দুল আজিজের বাড়ি থেকে গত ২৬ জানুয়ারি রাতে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েল ও লোহার গ্রিল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিক্টিম বাদী হয়ে শনিবার (২৭ জানুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের ৫ জনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এবং তাদের হেফাজতে থাকা চোরাই লোহার গ্রিল ও টিউবওয়েল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের পুত্র বিপ্লব মিয়া (২৫), ফুল মিয়ার পুত্র ইউনুছ আলী (২৫), জালাল উদ্দিনের পুত্র সামিউল ইসলাম (২৯), মোজাম্মেল হকের পুত্র মাসুদ রানা (৩২) ও তবকপুর ইউনিয়নের তবকপুর মন্ডল পাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র আব্দুর রহিম (৫৫)।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, রোববার (২৮ জানুয়ারি) দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।