প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৩৪:৫৬ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কাজলি আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চর বাগুয়া উত্তর পাড়া এলাকায়।
এলাকাবাসী জানায়, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া উত্তর পাড়া এলাকার আব্দুল কাদেরের স্ত্রী নুরিমা বেগম ও কন্যা কাজলি আক্তার মঙ্গলবার বিকালে বাড়ির পাশে থাকা জমিতে গরু আনতে যায়। এ সময় নুরিমা বেগম বাড়ি ফিরে আসলেও মেয়ে কাজলি জমিতে থেকে যায়। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলে কাজলি আক্তার ও তার হাতে থাকা গরুটির মৃত্যু হয়।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর রহমান বজ্রপাতে কাজলি আক্তার নামে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।