রংপুর

উলিপুরে জাতীয় সমবায় দিবস পালিত 

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৪:৩৫:৪৯ প্রিন্ট সংস্করণ

উলিপুরে জাতীয় সমবায় দিবস পালিত 

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ৫৩ তম সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ দিবস পালিত হয়। সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলনের মাধ্যমে উপজেলা চত্তরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর, কুড়িগ্রাম ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যেগে বর্ণাঢ্য সমবায় র‍্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ করা হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার সৈফুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলি কর্মকর্তা নিত্যনন্দ বর্মন, সমাজ সেবা অফিসার লুৎফর রহমান, সহকারী পল্লি উন্নয়ন অফিসার লোকমান হোসেন ও উলিপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) রবিউল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ।

আরও খবর

Sponsered content