রংপুর

উলিপুরে ভারতীয় আগ্রাসন ও হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ৫:০৫:৪৫ প্রিন্ট সংস্করণ

উলিপুরে ভারতীয় আগ্রাসন ও হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদুল হুদা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মতলেবুর রহমান মঞ্জু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সচেতন নাগরিক সমাজের আবু জাফর সোহেল রানা, ফিরোজ কবির কাজল, শিক্ষার্থী আবিদা প্রমুখ।

আরও খবর

Sponsered content