রংপুর

উলিপুরে ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করল উপজেলা প্রশাসন

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৪:৫৪:৩৪ প্রিন্ট সংস্করণ

উলিপুরে ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করল উপজেলা প্রশাসন

কূড়িগ্ৰামের উলিপুরে জব্দকৃত ও ভেজাল ৬’শ ১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেন উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভেজাল ও জব্দকৃত সার পৌরসভার ডাম্পিং সাইটে ধ্বংস করা হয়।

জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের ভেজাল বিরোধী নিয়মিত মনিটরিং এর অংশ হিসাবে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে ভাই ভাই ট্রেডার্স এর গোডাইনে ভেজাল সার ১’শ ৩৫ বস্তা ওই দোকানের সামনে থাকা ভেজাল সার ২’শ ৮৩ বস্তা এবং একই বাজারে ভাই ভাই ট্রেডার্স নামের আর একটি ব্যাবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ১’শ ৯৬ বস্তা টিএসপি সার এবং পৌরসভার নাড়িকেলবাড়ি খেয়ারপাড় এলাকায় বাসাবাড়ি থেকে বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যকেটিং সার বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রসাশন।

অভিযানে ৬’শ ১৪ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ ও অবৈধ মজুদের অপরাধে ভাই ভাই ট্রেডার্স রওশন মিয়ার সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়, অপর ভাই ভাই ট্রেডার্স মাহবুবার রহমানের ৬মাস সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়। এছাড়াও বাসাবাড়িতে সিদ্দিকুর রহমান বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যকেটিং সার বিক্রির অপরাধে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জব্দকৃত ৬’শ ১৪ বস্তা ভেজাল টিএসপি সারগুলো আরো সুনিশ্চিত হওয়ার জন্য সারের বস্তা গুলো হতে রেন্ড মালি নমুনা সংগ্রহ করে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট লালবাগ রংপুরে পাঠানো হয়। পরে প্রেরিত নমুনার ফলাফল সরকারি বিধি নির্দেশ অনুযায়ী ভেজাল প্রমাণিত হাওয়ায, বুধবার ( ১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ বান্ধব নির্ধারিত স্থান পৌরসভার ডাম্পিং সাইটে ভেজাল ও জব্দকৃত সার ধ্বংস করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নয়ন কুমার সাহা, পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম এর ইনস্পেক্টর আসিফ শাহরিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আফরোজা পারভীন বিফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, শাহেদুর রহমান, সওকত আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কুমার সিংহ ও স্থানীয় জনসাধারণ প্রমুখ। 

আরও খবর

Sponsered content