প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ৫:১৯:২৫ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরের সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। মহাষষ্ঠী পূজার মাধ্যমে এবারের দুর্গাপূজা শুরু হয়েছে। মহাষষ্ঠীর পর মহাসপ্তমী (২১ অক্টোবর) রাতে মন্দিরে মন্দিরে গান গেয়ে মাতিয়ে দিলেন ক্লোজ আপ ওয়ানের কণ্ঠ শিল্পি সাজু আহমেদ সরকার। তার গান শুনে দর্শক অনেক আনন্দ উপভোগ করেন। অনেক দর্শক তার গান সরাসরি শুনতে পেরে হতবাক হন।
উপজেলার থেতরাই ইউনিয়নের ফাঁসিদাহ বাজারের সার্বজনীন দূর্গা মন্দিরে মহাসপ্তমীর রাতে গান গেয়ে আনন্দ দিয়েছেন দর্শকদের। সেখানে দর্শকদের উপছে পড়া ভীড় দেখা যায়। দর্শকদের মধ্যে কৃষ্ণচন্দ্র, সাধন চন্দ্র, উজ্জ্বল চন্দ্র, লাবনী সরকার ও শোভা রানী সহ আরও অনেকে বলেন, কণ্ঠ শিল্পি সাজু এসে গান গেয়ে আমাদের মন্দির জাকজমক করে দিয়েছেন।
কন্ঠ শিল্পী সজু আহমেদ সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৭ কুড়িগ্রাম-৩ বাংলাদেশ আওয়ামিলীগ এর মনোনয়ন প্রত্যাশী হওয়ায় উপজেলার প্রত্যেক মন্দিরে মন্দিরে গান গেয়ে পরিচিতি হচ্ছি। তিনি আরও বলেন, ২০০৮ সালে ক্লোজ আপ ওয়ান তারকা হয়েছিলাম।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, ক্লোজ আপ ওয়ান এর কণ্ঠ শিল্পি সাজু আহমেদ সরকার মন্দিরে এসে গান গেয়ে দর্শকদের আনন্দ দিচ্ছেন। তাকে দেখার জন্য অনেক লোকের সমাগম হয়েছে। তিনি আরও বলেন, মন্দিরে মন্দিরে প্রশাসনের তৎপর খুব জোরালো ভাবে রয়েছে। কোন দুস্কৃতকারী বিশৃঙ্খলা করার কোন সুযোগ নেই বলে জানান তিনি।