রংপুর

উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৪১:২৯ প্রিন্ট সংস্করণ

উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন

কুড়িগ্রামের উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌরসভাধীন হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিনিয়র শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় উক্ত দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন ও ধর্মীয় শিক্ষক মোঃ নুরুল হুদা। 

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আজ আমাদের প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পেরে আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। তিনি আরও বলেন, এভাবেই প্রতি বছর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হোক এ আশা ব্যক্ত করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

আরও খবর

Sponsered content