প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৫ , ৬:১৮:৩১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে খুশি দুঃস্থ মানুষেরা। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উলিপুর শহীদ মিনার চত্তরে কাশেম ফাউন্ডেশনের সাহায্যার্থে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল নিতে আসা আবেদা খাতুন (৭০), মমেনা বেগম (৮০) ও সেনোয়া হোসেন (৭৫) জানান, হামার এতি এত ঠান্ডা পড়ছে। কেউ হামাক গুলাক কম্বল দিলোনা। ঠান্ডায় অনেক কষ্ট করে রাতে ঘুমাই। আজ কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে হামাক গুলাক একখান করে কম্বল দিলেন। আজ রাতে শান্তি করে ঘুমাবো।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ন সম্পাদক এস এম হাবিব নয়ন, পৌর সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স সহ উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।