রংপুর

উলিপুরে হিফজুল কোরআন কমপ্লেক্স এর উদ্বোধন ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫৭:১৬ প্রিন্ট সংস্করণ

উলিপুরে হিফজুল কোরআন কমপ্লেক্স এর উদ্বোধন ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন কমপ্লেক্স এর উদ্বোধন এবং ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিশাল আনন্দ র‍্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের উলিপুর জুম্মাহাট রোড আদর্শপাড়া পৌর পিলার সংলগ্ন রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন কমপ্লেক্স এর উদ্বোধন এবং ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। দিবসটি উপলক্ষে মাদ্রাসায় আলোচনা সভা ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জানা যায়, সকল শিক্ষক-শিক্ষার্থী মিলে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মডেল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের সামনে র‍্যালি প্রদর্শন করেন। র‍্যালি শেষে মডেল মাদ্রাসা চত্তরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এরপর ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়। মো. সামিউল্লাহ এর এর সঞ্চালনায় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুফতি মাওলানা মোহা. হাবিবুল্লাহ আজাদী সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতদরগাহ নাছিরীয়া দরবার শরিফের পীরসাহেব মো. মোহেব্বুল হাসান কারিমী।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, পীরজাদা মাওলানা মো. সিরাজুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মো. আবুল কালাম আজাদ, মাওলানা মো. তৌহিদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল মালেক, মোস্তাফিজার রহমান, আমিনুল ইসলাম রাজু। আরজগুজারে ছিলেন, রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আছাদুল্লাহ জিহাদী সাহেব।

আরও খবর

Sponsered content