প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২১ , ৫:২০:০৫ প্রিন্ট সংস্করণ
করোনা মোকাবেলায় কর্মহীন নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার ৫শ কর্মহীন প্রান্তিক মানুষের মাঝে যুবলীগের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া ঈদগাহ মাঠে পৌর যুবলীগের আয়োজনে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক।
উল্লাপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম মনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর আহসান আলী সরকার, সিরাজগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক সজীব খান, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজিত সরকার, শহিদুল ইসলাম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, মাকসুদুর রহমান মিলন, প্রচার সম্পাদক আশিক ইমরান, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, মাহমুদুল হাসান শশী, আকরাম হোসেন হীরা, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।