প্রতিনিধি ২ অক্টোবর ২০২১ , ১০:১৬:২৯ প্রিন্ট সংস্করণ
প্লে-অফ পর্ব আগেই নিশ্চিত হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের। অন্যদিকে ভিন্ন সমীকরণ রাজস্থান রয়্যালসের। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জিততে হবে সাঞ্জু স্যামসনের দলের। চেন্নাইয়ে বিপক্ষে এ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের পরীক্ষা নিয়েছেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ম্যাচে বল হাতে বিবর্ণ মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিয়েছেন ৫১ রান, উইকেটের দেখা পাননি।
ইনিংসের শেষ ওভারের শেষ বলে মুস্তাফিজকে ছক্কা হাঁকিয়ে নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম শতকের স্বাদ পান ঋতুরাজ। এই ওপেনারের ৬০ বলে অপরাজিত ১০১রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮৯ রান তুলেছে চেন্নাই সুপার কিংস। এ ম্যাচ জিততে ১৯০ রান করতে হবে রাজস্থান রয়্যালসকে।