শিক্ষা

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত দুপুরে

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ১১:০৮:২৯ প্রিন্ট সংস্করণ

এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুর ১টায় এ বিষয়ে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন তিনি। তবে ব্রিফিং শুরুর আগে জুম লিংক সরবরাহ করা হবে। গতকাল মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ৬ অক্টোবর বা ৭ অক্টোবর পরীক্ষার তারিখ জানানো হবে। ওইদিন তিনি বলেন, শিক্ষার্থীদের ২৮ দিন সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

 

আরও খবর

Sponsered content