বাংলাদেশ

এইচ টি ইমামের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২০ , ২:৫০:০৪ প্রিন্ট সংস্করণ

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বুধবার (১৪ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনার বুধবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের দপ্তরে বৈঠক করেন। এসময় তারা আলোচনা করেন দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে। আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তারা।

গত ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন বিক্রম কুমার দোরাইস্বামী।

আরও খবর

Sponsered content