রংপুর

একদিনের স্বস্তিতে দিনাজপুর পৌরবাসী

  প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ৫:৪২:০৫ প্রিন্ট সংস্করণ

একদিনের স্বস্তিতে দিনাজপুর পৌরবাসী

দীর্ঘদিন পর হলেও দিনাজপুর পৌরবাসী স্বস্তিতে একদিন শহরে চলাচল করলো। শহরে অটো রিকসার স্বল্পতা পৌরবাসীকে তীব্র যানজট থেকে রক্ষা করেছে । শহরে নেই কোন যানজট তবে ভাড়া ছিল দ্বিগুণ। ১০ টাকার ভাড়া ২০ টাকা, ২০ টাকার ভাড়া ৪০ টাকা। কারণ হিসেবে অটো রিস্কা শ্রমিক ইউনিয়নের নেতা মামুন বললেন, গত সোমবার রাতে প্রবল ঝড়ের কারণে বিদ্যুৎ চলে যায়। বিভিন্ন উপজেলায় গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। পল্লী বিদ্যুৎ সারারাত বিদ্যুৎ সরবরাহ করে। ফলে অটো রিস্কা চার্জ দেওয়ার সম্ভব হয়নি। শুধুমাত্র রাত এগারোটার পর পৌরসভা এলাকায় বিদ্যুৎ দেয়া হয়। পৌর এলাকার অটো রিকসা চালকরা অটোতে চার্জ দিতে পারে। শুধুমাত্র শহরের অটো রিকসাগুলি থেকে শহরে চলাচল শুরু করে। কিন্তু পার্শ্ববর্তী উপজেলা চিরিরবন্দর,ফুলবাড়ি, কাহারোল, বিরল,পার্বতীপুর এবং সদর উপজেলার ইউনিয়ন গুলো থেকে অটো অটো রিকসা শহরে আসিনি। তাই অটো রিকসার স্বল্পতা জনগণকে একদিনের জন্য হলেও স্বস্তি দিয়েছে। অফিস আদালতে, হাটবাজারে নির্ভয় চলাচল করেছে। নেই যানজট দুর্ভোগ নেই, অটো রিস্কায় দুর্ঘটনার কোন সংকাও ছিলনা।
যাত্রী আজগর আলী বলেন, প্রতিদিন অফিসে যেতে হয় যানজটের কারণে বাড়ি থেকে এক থেকে দেড় ঘন্টা আগে বের হতে হয়। বাহাদুর বাজার, লিলির মোড়, হাসপাতাল মোড়, মালদহপট্টি, চকবাজার অতিক্রম করছে সারি সার অটো রিকশার কারণে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। দুর্ভোগ চরমে উঠে। অটো রিস্কা চালক জয় জানায়, বিভিন্ন উপজেলা থেকে অটো রিকসা শহরে এসে যানজটের সৃষ্টি করে। প্রতিদিন প্রায় ৪০ হাজারের উপরে অটো রিস্কা শহরে ঢ়ুকে ফলে যানজট তীব্র থেকে তীব্র হয়। দুর্ভোগ চরমে ওঠে। শহরে গতকাল ৮ থেকে ১০ হাজার অটো রিকসা চলাচল করেছে। অথচ উপজেলা গুলোতে একদিন বিদ্যুৎ না থাকায় প্রমাণ হয়েছে উপজেলা থেকে অবৈধভাবে অটো রিকসা প্রবেশ না করলে শহরে যানজট সৃষ্টি হবে না, দুর্ঘটনার কোনো সংখ্যা থাকবে না, মানুষকে দুর্ভোগে পড়তে হবে না।
দিনাজপুর পৌরসভা ও পুলিশ প্রশাসন বিভিন্ন উপজেলা থেকে অবৈধভাবে অটো রিকসা প্রবেশ রোধ করতে পারলেই যানজট সৃষ্টি এবং দুর্ঘটনার কোনো শঙ্কা থাকবে না এ মন্তব্য করেন দিনাজপুর পৌর বাসীর একজন সচেতন নাগরিক আফজাল হোসেন।

আরও খবর

Sponsered content