প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ৪:২৭:৪৩ প্রিন্ট সংস্করণ
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন থানা আ’লীগের সহসভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ। প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।
প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. হাবিবে মিলাত মুন্না এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল। এছাড়া জেলা আ’লীগের সহ সভাপতি আবু ইউসুফ সুর্য, সাবেক সাধারণ সম্পাদক কে,এম হোসেন আলী হাসান ও এনায়েতপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।