প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতি সহ উপজেলার ৫টি সমিতির সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সমিতির কার্যালয় চত্বরে উপজেলা সমবায় কর্মকর্তা লাবলু তালুকদারের সভাপতিত্বে ও জেলা প্রশিক্ষক রানা ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার সামিউল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একে এম মোশারফ হোসেন, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনায়েতপুর প্রেসক্লাবের সহসভাপতি ও বণিক সমিতির পরিচালক মুক্তার হাসান। এ সময় বক্তারা বলেন, সমবায় সমিতির সদস্যদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, হাঁস, মুরগী ও গবাদিপশু পালন করে আতœকর্মসংস্থান সৃষ্টি করা যায়। এছাড়া সমবায় সমিতিকে আরও গতিশীল করতে সদস্যদের নানা পরামর্শ দেয়া হয়।