প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ৭:০৮:০১ প্রিন্ট সংস্করণ
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। কুরআনের পাখি তরুণ আলেম সমাজের উদ্যোগে বিশেষ কুইজ ও রচনা প্রতিযোগিতায় স্কুল, কলেজ, মাদরাসা সহ প্রায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬শ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
এর মধ্যে থেকে ৩ গ্রæপে ৬০ জনকে পুরস্কার দেয়া হয়। শনিবার দুপুরে চৌহালী উপজেলাধীন এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদরাসা হল রুমে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা হুসাইন মোহাম্মাদুল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র খন্দকার অলিউল্লাহ।
এসময় এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. আবদুল গফুর, সমাজ সেবক ডা. সেলিম রেজা ও ডা. মোফাজ্জল হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী খ.ম আল-আমিন বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও বই তুলে দেয়া হয়।