প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ৭:৩৬:৪১ প্রিন্ট সংস্করণ
বাপ্পা মৈত্র, সিলেট : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পুলিশ পাহারায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আসামিরা তাদের নমুনা প্রধান করেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, এজাহার নামীয় ছয় আসামির নমুনা সংগ্রহ করার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবার পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। এদিকে ডিএনএ নমুনা যাদের সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে এজাহার নামীয় চার আসামি ও সন্দেহভাজন ২ আসামি রয়েছেন বলেও জানান তিনি। ডিএনএ নমুনা দেয়া এজাহার নামীয় আসামিরা হলেন– সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এছাড়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আইনুদ্দিন ও রাজন আহমদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। তারা সকলেই পুলিশের কাছে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।