খেলাধুলা

এশিয়ান আর্চারী পদক জয়ের লক্ষে খেলবে বাংলাদেশ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৮:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

এশিয়ান আর্চারী পদক জয়ের লক্ষে খেলবে বাংলাদেশ

রোমান সানা নেই, রিকার্ভে তারকা দিয়া সিদ্দিকীও পাড়ি জমিয়েছেন বিদেশে। কম্পাউন্ড ইভেন্টের তারকা অসীম কুমারও রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবুও ঘরের মাঠে শুরু হতে যাওয়া এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে পদকের প্রত্যাশা ছাড়ছে না স্বাগতিক বাংলাদেশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন,

“অবশ্যই আমরা পদকের আশা করি। তবে কোনো ঘোষণা দিতে চাই না। এটা মনোযোগের খেলা, ফলে যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের প্রস্তুতি ভালো, আমরা আশাবাদী। গত আসরে আমরা রুপা পেয়েছিলাম, এবারও ভালো কিছু আশা করছি।”

আগামী ৮ থেকে ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিচ্ছে এশিয়ার ৩০টি দেশ। ইতোমধ্যে তিমুর লেস্তের দল ঢাকায় এসে পৌঁছেছে। রাজনৈতিক টানাপোড়েনে ভারতের ক্রিকেট ও নারী অনূর্ধ্ব–২০ দল বাংলাদেশ সফরে না এলেও, আরচাররা অংশ নিতে আসছেন।

এছাড়া দক্ষিণ কোরিয়া, চীন, ইরানসহ শক্তিশালী দেশগুলোর পাশাপাশি ফিলিস্তিন ও সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশের আরচাররাও অংশ নিচ্ছেন এই আসরে। কাজী রাজীব উদ্দিন আহমেদ জানান,

“এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি আরচার নিবন্ধন করেছেন। আগামীকাল (৫ নভেম্বর) পর্যন্ত নিবন্ধন নেওয়া হবে। ফিলিস্তিন ও সিরিয়ার খেলোয়াড়দের প্রয়োজনীয় সহায়তাও করছি। নারী ও পুরুষ উভয় বিভাগে বেশ কিছু অলিম্পিয়ান আরচার আসছেন।”

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ছয় মাস আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ভেন্যু হিসেবে বরাদ্দ দিলেও, ১৩ নভেম্বর বাংলাদেশ ও নেপালের প্রীতি ফুটবল ম্যাচ থাকায় পদকের ম্যাচগুলো ১৩ ও ১৪ নভেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ফেডারেশনের সভাপতি ও পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেসুর রহমান বলেন,

“ভেন্যু নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে আমি আর নেতিবাচক মন্তব্য করতে চাই না। বরং সাধারণ সম্পাদককে আগামীতে আরও বেশি সমন্বয়ের নির্দেশনা দিয়েছি।”

চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান আরচারির কংগ্রেস**, যা শুরু হবে ৮ নভেম্বর। ওই কংগ্রেসে বিশ্ব আরচারির এশিয়া অঞ্চলের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার প্রার্থী ইউসুন চুং, যিনি হুন্দাই মোটর গ্রুপের চেয়ারম্যান ও বর্তমান সভাপতি।

রাজীব উদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন,

“আমি দীর্ঘদিন ধরে আরচারি নিয়ে কাজ করছি। এশিয়ার অনেক দেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই আমরা আশাবাদী, এবার বাংলাদেশ নতুন এক সাফল্যের গল্প লিখবে।”

আরও খবর

Sponsered content