খেলাধুলা

এশিয়া কাপে ব্যর্থ হয়েও পাকিস্তান ক্রিকেটারকে ‘বীরের সম্মান’

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৫ , ৩:১৩:৪০ প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপে ব্যর্থ হয়েও পাকিস্তান ক্রিকেটারকে ‘বীরের সম্মান’
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে সদ্যসমাপ্ত এশিয়া কাপ ২০২৫-এ শিরোপা জিততে পারেনি পাকিস্তান। দুবাইয়ে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে হতাশাজনকভাবে শেষ হয় তাদের টুর্নামেন্ট। শুধু ফাইনালই নয়, গ্রুপ পর্ব এবং সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান।

তবে দলের সামগ্রিক ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান। সাত ম্যাচে তিনি করেন ২১৭ রান, যার মধ্যে দুটি হাফ সেঞ্চুরি ভারতের বিপক্ষেই। পারফরম্যান্সের পাশাপাশি এক উদযাপন নিয়েও শিরোনামে উঠে আসেন তিনি।
সুপার ফোরের ম্যাচে ফিফটি পূর্ণ করার পর ফারহান ব্যাট কাঁধে তুলে বন্দুক ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন, যা ‘একে-৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত। এই উদযাপনকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে, এবং আইসিসি তাকে সতর্ক করে দেয়। ম্যাচ রেফারি শুধু সতর্ক করেই ক্ষান্ত থাকেননি, ভারতীয় ক্রিকেট বোর্ডও আনুষ্ঠানিকভাবে এই উদযাপনের বিরুদ্ধে অভিযোগ জানায়।

অন্যদিকে পাকিস্তানও অভিযোগ করে সূর্যকুমার যাদবের বিতর্কিত ‘পেহেলগাম’ মন্তব্য নিয়ে। শেষ পর্যন্ত ফারহান সতর্কবার্তা পেলেও, হারিস রউফ ও সূর্যকুমার যাদবকে ম্যাচ ফি-র ৩০% জরিমানা গুনতে হয়।

সব বিতর্ক পেছনে ফেলে নিজের বাড়ি, খাইবার পাখতুনখোয়ার চারসদ্দায় ফিরলে ফারহানকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, স্থানীয় মানুষ তার গলায় মালা পরিয়ে সম্মান জানাচ্ছেন।
কালো টি-শার্ট পরা ফারহানকে হাসিমুখে সেই অভ্যর্থনা গ্রহণ করতে দেখা যায়। তাকে উপহার হিসেবে একটি ব্যাটও দেওয়া হয়, যাতে তার সেই বিতর্কিত উদযাপনের ছবি-সহ একটি ‘গানমোড’ স্টিকার লাগানো ছিল। পরে ফারহান জানান, এই ‘গানমোড’ স্টিকারই তিনি ভবিষ্যতের ম্যাচগুলোতেও ব্যবহার করবেন।

সেলিব্রেশন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ফারহান বলেন, ‘সেই মুহূর্তে হঠাৎ মাথায় এসেছিল। সাধারণত আমি হাফ সেঞ্চুরির পর এমন কিছু করি না। তবে এবার মনে হলো, একটু ভিন্নভাবে উদযাপন করি। কে কীভাবে নেবে, সেটা আমার মাথাব্যথা নয়।’ ফাইনালে অবশ্য বিতর্ক এড়াতে তিনি আর সেই উদযাপন করেননি। স্রেফ ব্যাট তুলে হাফ সেঞ্চুরি উদযাপন করেছেন।

আরও খবর

Sponsered content