বাংলাদেশ

এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২১ , ৫:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

পাখি ও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।

রাষ্ট্রপতির আদেশের কথা উল্লেখ করে গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এই প্রজ্ঞাপন জারি করা হয়।

পাখি শিকার নিষিদ্ধ হলেও অনেকের বাড়িতেই এই অস্ত্র রয়েছে। সাধারণত পাখি শিকারেই এই অস্ত্র ব্যবহার হয়ে থাকে। শীতকালে অতিথি পাখি আসার মওসুমে পাখি শিকার বেড়ে যায়, তার আগেই এয়ারগানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত কবার লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

তবে কিছু ক্ষেত্রকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে ৷ যার মধ্যে রয়েছে শুটিং ক্লাব, বনাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী।

এতে বলা হয়েছে, ‘তবে শর্ত থাকে যে, জাতীয় শুটিং ফেডারেশন কর্তৃক নিবন্ধিত শুটিং ক্লাব ও বনাঞ্চল এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী তাদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে নিষেধাজ্ঞার আওতার বহির্ভূত থাকিবে।’

আরও খবর

Sponsered content