এ সময় মরা মুরগি জবাই করার জন্য সাতজনকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই রেস্টুরেন্টে মরা মুরগিগুলো নিয়ে আসা হতো। যা সাধারণ মানুষদের খাওয়ানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টিম সাদা পোশাকে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক মরা মুরগি জব্দ করে। এ সময় মরা মুরগি জবাই করার সময় সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।