রাজধানী

এয়ারপোর্ট এলাকার রেস্টুরেন্টে ৫ শতাধিক মরা মুরগি জব্দ

  প্রতিনিধি ১২ জুন ২০২১ , ৭:৪৩:৩০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে পাঁচ শতাধিক মরা মুরগি জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।শনিবার (১২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাদা পোশাকে এপিবিএনের সদস্যরা এয়ারপোর্টের কাস্টমস হাউস এলাকার ওই রেস্টুরেন্ট থেকে এসব মরা মুরগি জব্দ করে।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই রেস্টুরেন্টে মরা মুরগিগুলো নিয়ে আসা হতো। যা সাধারণ মানুষদের খাওয়ানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টিম সাদা পোশাকে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক মরা মুরগি জব্দ করে। এ সময় মরা মুরগি জবাই করার সময় সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content