ঢাকা

ওযু করতে গিয়ে ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা, অভিযুক্ত গ্রেপ্তার

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ১১:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ

অভিযুক্ত আসামি কাদির শেখ

ভোরের দর্পণ অনলাইন:

মুন্সীগঞ্জের সদরের পূর্ব শীলমন্দী এলাকায় ৭০ বছরের এক বিধবা বৃদ্ধা ঘর থেকে ওজু করতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনার পর গতকাল শনিবার বিকেলে বৃদ্ধা নিজেই বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহণের ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি কাদির শেখকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ সদরের পূর্ব শীলমন্দী থেকে কাদির শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব শীলমন্দীর এক খালে নৌকা করে পালিয়ে যাচ্ছিলেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, বাড়িতে একাই থাকেন বৃদ্ধা। ঘটনার দিন রাত ৯টার দিকে ওজু করতে ঘর থেকে বের হওয়ার পর অভিযুক্ত কাদির শেখ তাকে পেছন দিক থেকে মুখ চেপে ধরেন। পরে বৃদ্ধার ঘরেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পেয়েছি। বিকেলে ভুক্তভোগী বাদী হয়ে কাদির শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওসি আরও বলেন, ‘মামলা গ্রহণের পর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। পরে পূর্ব শীলমন্দীর এক খালে নৌকা করে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।’

আরও খবর

Sponsered content