চট্টগ্রাম

কক্সবাজারে ঝড়ের কবলে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ৬:১৬:৩৯ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে ঝড়ের কবলে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার উদ্ধার

বুধবার রাতে শেখেরখীল টেক পাড়া ফাঁড়ির মুখ থেকে আবদুল খালেকের মালিকানাধীন আল্লাহ মালিক ফিশিং বোটটি ১৭ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

কক্সবাজারের ইনানী এলাকায় পৌঁছালে প্রচন্ড ঝড়ের কবলে ফিশিং বোটটি ডুবে যায়। এতে বোটের মাঝিসহ তিনজন নিখোঁজ হলেও অপরাপর লোকজন কোনো রকম কূলে এসে ভীড়ে।এ ঘটনায় নিখোঁজ হওয়া মাঝি সহ দুই জনের লাশগত শুক্রবার রাতে পাথুয়ার টেক এলাকা থেকে উদ্ধার হয়।

উদ্ধার হওয়া ওই দুজন হলো- বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ছৈয়দ নুরের ছেলে মো. নুরুল আমিন (৩৫), অপরজন পেকুয়া উপজেলার রাজাখালীর মো. হোছাইন (৩২)। এ দু’জনের জানাযা শনিবার সকালে স্ব স্ব এলাকায় সম্পন্ন হয়। সর্বশেষ একই বোটের মাঝি শেখেরখীলের টেকপাড়া ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের পুত্র আব্দুন নুর মাঝি (৩৮) এর লাশ কক্সবাজার থেকে উদ্ধার করা হয়। আজ শনিবার বিকেলে তার জানাযা সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাঁশখালী বোট মালিক সমিতির সেক্রেটারি আব্দুস শুক্কুর বলেন, ‘বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাঁশখালীর শেখেরখীলের শেয়ার আলী কোম্পানী, মোজাম্মেল মাঝি, আমির হোছেন কোম্পানী, আব্দুলল খালের এ ৪টি ফিশিং বোট। এতে মাঝি-মাল্লা (জেলে) নিয়ে দুর্ঘটনার চশিকার হয়েছে অনেকেই। আল্লাহর দান ফিশিং বোটের নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে দুইজনের বাড়ী বাঁশখালীর শেখেরখীলের একই এলাকার বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content