চট্টগ্রাম

কক্সবাজারে লাইসেন্সবিহীন কোন গাড়ি চালক থাকবে না সড়কে

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ৩:৫৯:২২ প্রিন্ট সংস্করণ

বি এম হাবিব উল্লাহ, জেলা প্রতিনিধি, কক্সবাজার:

লাইসেন্সবিহীন কোন গাড়ি চালক সড়কে থাকবে না। সবাইকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। অবৈধ কোন যানবাহন সড়কে চলতে পারবে না। গাড়ি চালানোর সময় চালকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। তার আগে ডিসি অফিস চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) যৌথ আয়োজনের এই কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরিবহন সমিতির নেতা ফজলুল করিম সাঈদি, বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াই নো চৌধুরী।

নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি মো: জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে এতে সংগঠনের সহ সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু, এমএ মনজুর, সাধারণ সম্পাদক অধ্যাপক জুবাইদুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ হাকিম আলি, মোঃ আনিসুর রহমান, রেজাউল করিম, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহেদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, যুব বিষয়ক সম্পাদক মোঃ সাকিল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল আলম বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন সুলতানা প্রিয়া, সদস্য মোঃ ফরিদুল আলম ফরিদ, সাংবাদিক আবদুল মজিদ, মোঃ তানভীরসহ নিসচার সদস্যরা অংশ গ্রহণ করেন।এরপর ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আমজাদ হোসেন, জেলা জাসদ সভাপতি ও আঞ্চলিক পরিবহন সমিতির নেতা নইমুল হক চৌধুরী টুটুল, বাস মালিক সমিতির নেতা আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, আবুল কালাম আবু বক্তব্য রাখেন। জেলা প্রশাসন ও বিআরটির যৌথ আয়োজনে আলোচনা সভায় গাড়ি চালকদের পক্ষে বক্তব্য রাখেন আকতার কামাল।

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনকে একুশে পদক দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নিসচার সভাপতি মোঃ জসিম উদ্দিন কিশোর। অনুষ্ঠানে নইমুল হক চৌধুরী টুটুল বলেন, ট্রাফিক পুলিশের নামে বিভিন্ন যানবাহন থেকে মাসিক হারে চাঁদা তোলা হচ্ছে। অনুমোদনহীন গাড়ির কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে।

বাড়ছে যানজট ও যাত্রী হয়রানি। এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি। বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াই নো চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম, ছৈয়দুল হক কোম্পানি, মোটর ড্রাইভিং প্রশিক্ষক নুরুল আমিন, যানবাহন মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

গাড়ি চালকদের কার্যকর প্রশিক্ষণ ও গাড়ি চালানোর পূর্বে গ্যাস সিলিন্ডারসমূহ মাঝেমধ্যে চেক করার আহবান জানান নিরাপদ সড়কের আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। করোনার দ্বিতীয় রাউন্ডের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ মাস্ক বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান এডিসি।

 

আরও খবর

Sponsered content