প্রতিনিধি ১১ মে ২০২০ , ৫:৩২:০৪ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রবিবার (১১মে) ১৮৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়। পজেটিভ রোগি শনাক্ত করা হয় ১৩ জনের। এর মধ্যে ১১জন কক্সবাজারের। দু’জন জন বান্দারবানের। বাকী ১৭৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
পজেটিভদের মধ্যে কক্সবাজার সদর ২, চকরিয়া ৫, উখিয়া ১, কুতুবদিয়া ১ ও পেকুয়া উপজেলার ২ জন। বাকী দুজন কক্সবাজারের পাশের জেলা বান্দরবানের।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজারে এ পর্যন্ত করোনা পজেটিভের সংখ্যা দাড়ালো ৯১ জনের। বান্দরবান জেলায় শনাক্ত হল ৯ জন।