প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৫:১৮ প্রিন্ট সংস্করণ
মিয়ানমার থেকে মাদক চোরাচালানের জন্য কক্সবাজার সীমান্তকে প্রধান রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, মাদক পাচারের প্রায় ৮০ শতাংশই এখন সাগরপথ দিয়ে দেশে ঢুকছে, যার ডিজিটাল প্রমাণও তাদের হাতে আছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের বিজিবি সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নাফ নদী ও সাগরপথ হয়ে মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা ও কুয়াকাটা দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথসহ বিভিন্ন ধরনের মাদক প্রবেশ করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ জুলাই থেকে পরিচালিত বিশেষ অভিযানে কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নগুলো ২৮ লাখেরও বেশি পিস ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৮৯ কোটি টাকা। এসব অভিযানে ১৮৮ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
মাদক ছাড়াও এই সময়ে ৬টি দেশীয় বন্দুক, একটি একে-৪৭ রাইফেল, এসএলআর, জি-৩ রাইফেল, বিদেশি রিভলবার ও গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জন অস্ত্রধারী আসামি আটক হয়েছে এবং জব্দকৃত অস্ত্রের মূল্য ২২ লাখ টাকার বেশি। এছাড়া, চোরাচালানি মালামাল ও বার্মিজ গরুসহ প্রায় ১০ কোটি টাকার অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।
কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, উখিয়া-টেকনাফ সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে মাদক পাচারকারীরা বিকল্প রুট হিসেবে নাইক্ষ্যংছড়ি সীমান্ত ব্যবহার করছে। তবে দুর্গম ভূখণ্ড ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এই সীমান্তে নজরদারি কঠিন হয়ে পড়ছে।
মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। একইসঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি যেমন রাডার, ড্রোন এবং নাইট ভিশন ব্যবহারের মাধ্যমে সীমান্ত নজরদারি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি জানান, মাদকের সঙ্গে বিজিবির কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















