প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৪ , ৪:২৪:০৪ প্রিন্ট সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে । ১৩ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ের প্রশাসন অনুষদে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ।
সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান । বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার জনাব মো. আজিজুল ইসলাম । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মিজানুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে এর প্রবণতা বেড়েই চলছে। বিশেষ করে যুব সমাজ নিমজ্জিত হচ্ছে অন্ধকারে। ভেঙ্গে যাচ্ছে দেশের চালিকা শক্তি ও সমাজের মেরুদন্ড, যার পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থায় চরম বিশৃংখলা দেখা যাচ্ছে। প্রতিনিয়তই সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ। মাদকের প্রভাব বাড়ার কারণে সমাজ এবং পরিবার দিন দিন হয়ে পড়ছে উদ্বিগ্ন। সুস্থ এবং সুশৃংখল সমাজ নির্মাণ করতে হলে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে যুব সমাজকে।
অনুষ্ঠানে মাদক প্রতিরোধে সর্বস্তরের সচেতনতা বৃদ্ধি, মাদকের ভয়াবহতা, শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি । সমাজে মাদক বৃদ্ধির কারণ ও প্রতিকার, মাদক প্রতিরোধে সরকারি কার্যবিবরণী, মাদক গ্রহণের শাস্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় ।