প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ২:১৭:৪৭ প্রিন্ট সংস্করণ
বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহরকে নিয়ে দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত—তিনি নাকি ‘ওষুধের জোরে’ ওজন কমিয়েছেন। যদিও করণ নিজেই দাবি করেন, খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করেই তার এই রূপান্তর। এবার করণের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী টুইঙ্কেল খান্না জানালেন, আসল কারণটি আসলে কী।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, টুইঙ্কেল জানিয়েছেন—করণ এখন দিনে মাত্র একবেলা খাবার খান, সেটিও পুরোপুরি নিরামিষ। তিনি দুগ্ধজাত খাবার ও চিনি সম্পূর্ণভাবে বাদ দিয়েছেন। করণের সাম্প্রতিক ছবি দেখে অনেকেই অবাক হচ্ছেন, কেউ কেউ আবার চিন্তিতও তার স্বাস্থ্যের জন্য। আনন্দবাজার জানিয়েছে, প্রাইম ভিডিওর নতুন চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর সাম্প্রতিক পর্বে অতিথি হয়ে এসেছিলেন করণ জোহর। শো চলাকালীন টুইঙ্কেল রসিকতার ছলে করণকে জিজ্ঞেস করেন, “আর কত ইনজেকশন নেবে শরীরে? এত রোগা হয়ে গেছ, তোমার মা কিছু বলেন না?” প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও পরে হাসিমুখে করণ জানান, “না, মা এখন আর কিছু বলেন না। আসলে আমি কার্বোহাইড্রেট খাওয়াই বন্ধ করে দিয়েছি।” তিনি আরও বলেন, “অনেকে মনে করেন আমি নাকি নিয়মিত ওষুধ খাই বা ইনজেকশন নিই রোগা হওয়ার জন্য। কিন্তু এসব একদমই সত্য নয়। আমি এখন দিনে একবার খাই, সেটাও খুব অল্প পরিমাণে।”

















