দেশজুড়ে

করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছে গ্রাম আদালতের সহকারীগণ

  প্রতিনিধি ২ মে ২০২০ , ৮:৩৫:২৬ প্রিন্ট সংস্করণ

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : জিয়াউল ইসলাম : নভেল করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে জনসাধারণের করনীয় বিষয়ে মাঠ পর্যায়ে তৃর্ণমূলে কাজ করছে গ্রাম আদালতের সহকারীগণ দিঘলিয়া উপজেলার আওতাধীন ৬টি ইউনিয়নে জনসচেতনতায় কাজ করছে এই সংস্থাটি

স্থানীয় সরকার, পল্লী  উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি বাংলাদেশের আর্থিক কারিগরি সহায়তায় সহযোগি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়)প্রকল্পের আওতায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রমে সহযোগিতা করে আসছে কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারণে গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ থাকায় জেলা সমন্বয়কারীর নেতৃত্বে গ্রাম আদালতের কর্মীরা করোনা ভাইরাস প্রতিরোধে প্রতি্িট ইউনিয়নের মাঠ পর্যায়ে গিয়ে তৃর্ণমূলের সাধারণ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে কাজ করছে

সংস্থাটির কর্মীরা প্রতিদিন ইউনিয়নের বাজার দোকানপাট এবং জনসমাগম স্থানে লিফলেট বিতরণ, পোষ্টার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে চলাচল করার জন্য কাউন্সিলিং করছে পাশাপাশি ইউনিয়নের ত্রাণ বিতরণ কার্যক্রতে ইউনিয়ন পরিষদকে সার্বিক সহযোগিতা করছে

আরও খবর

Sponsered content