প্রতিনিধি ২ এপ্রিল ২০২০ , ১:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ
কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মার্চে তার দেশে ফেরার কথা ছিল। এরই মধ্যে ছয়টি ধাপে কেমো নেওয়া শেষ করেছেন।
কিন্তু ফিরতে পারলেন না করোনা পরিস্থিতির কারণে। বুধবার থেকে রেডিওথেরাপি শুরু হয়েছে তার। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু।
লিপিকা এন্ড্রু জানান, প্রথম পর্যায়ের নির্ধারিত সব কেমো দেওয়ার পর পরীক্ষা হলে দেখা যায়, এখনও এন্ড্রু কিশোরের শরীরে ক্যানসারের প্রভাব রয়ে গেছে। এ পর্যায়ে চিকিৎসকেরা তার শরীরে নতুন করে রেডিওথেরাপি শুরু করেছেন। গতকাল দুপুরে শুরু হয়েছে। এপ্রিলের পুরো মাস রেডিওথেরাপি নিতে হবে।
উল্লেখ্য, গেল বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন নন্দিত এ শিল্পী। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।