বাংলাদেশ

করোনায় দেশে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত নতুন ৯ জন

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৩২:২৯ প্রিন্ট সংস্করণ

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এই দুই জনের মধ্যে একজন গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন এবং আরেক জন আগেই শনাক্ত ছিলেন।এদের মধ্যে একজনের বয়স ৯০ বছর এবং আরেক জনের বয়স ৬৮ বছর। এদের মধ্যে একজন ঢাকা অপরজন  ঢাকার বাইরে।

এছাড়া তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৫৫৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে এর মধ্যে বাংলাদেশে আরও ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। তিনি জানান, এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭০ জনের শরীরে।যাদের মধ্যে ২ জন শিশু , যাদের বয়স ১০ বছরে নিচে, ৩ জনের বয়স ২০ থেকে ৩০ বছরে মধ্যে, ২ জনের বয়স ৫০ থেকে ৬০ বয়সের মধ্যেে, ১জনের বয়স ৬০ থেকে ৭০ এবং ১ জনের বয়স ৯০ বছর। 

আরও খবর

Sponsered content