বাংলাদেশ

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

  প্রতিনিধি ১ মে ২০২০ , ১:৫৪:১৯ প্রিন্ট সংস্করণ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে চার পুলিশ সদস্যের মৃত্যু হলো। মারা যাওয়া পুলিশ সদস্য হলেন এসআই নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন।

 আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, গত ২৫ এপ্রিল নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার মৃত্যুবরণ করেন।
এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের চার সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

আরও খবর

Sponsered content