প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৬:২৫:১২ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক: চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ফরিদগঞ্জ পৌরসভা কমিটির সভাপতি, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন রতন (৫০) আজ রোববার (২৮ জুন) মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁও গ্রামে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হয়।
এদিকে আজ রোববার দুপুর পর্যন্ত নতুন ২৬ জনকে নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে। তারমধ্যে করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ৫৫ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যান আরো ৮৫ জন।