প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ১:০৬:১৭ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক: করোনার মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৯ হাজার ৮৬৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুলিশের ৩৭ জন সদস্য মারা গেছেন। অন্যদিকে আক্রান্তদের বেশিরভাগ সদস্যই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত শুক্রবার (২৬ জুন) পুলিশ সদর দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনা আক্রান্ত সদস্যদের মধ্যে ৫ হাজার ৭৯৪ জন সদস্য সুস্থ হয়েছেন। যাদের অধিকাংশই পুনরায় কাজে যোগ দিয়েছেন। পুলিশে একক ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া পুলিশে আরও ৪ হাজার ১৮৮ জন সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেনে আছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন ৯ হাজার ৪ জন সদস্য।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।