দেশজুড়ে

করোনা আক্রান্ত চট্টগ্রামের সাবেক মেয়র নাছির

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২০ , ১১:৪৪:১৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) করোনা উপসর্গ নিয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির।

সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় তার শরীরের ১০ ভাগ ক্ষতিগ্রস্ত পাওয়া গেছে। এর পর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় করোনা পজেটিভ আসে সাবেক সিটি মেয়রের।

আর করোনা আক্রান্ত বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে আ জ ম নাছির বলেন, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে গেলে বৃষ্টিতে ভিজতে হয়। এর পর থেকে হঠাৎ করেই শরীরে জ্বর আসে। এক সপ্তাহ বাসায় অবস্থান করার পর জ্বর না কমায় হাসপাতালে ভর্তি হন। আর করোনা পরীক্ষা করা হলে সেক্ষেত্রে পরীক্ষার ফল আসে পজেটিভ। সবাইকে সুস্থতার জন্য দোয়া করার ও আহ্বান জানান তিনি।

মেয়রের দায়িত্ব পালনকাল সিটি কর্পোরেশন, ব্যক্তিগত তহবিল থেকে সার্বক্ষণিক মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন আ জ ম নাছির। নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত যারা লোক-লজ্জার ভয়ে সাহায্য চাইতে পারেনি, তাদের তিনি মোবাইল নাম্বার ও ব্যক্তিগত ঠিকানা সংগ্রহ করে সাহায্য করেছেন।

আরও খবর

Sponsered content