প্রতিনিধি ১১ মে ২০২০ , ৭:৫৬:২৩ প্রিন্ট সংস্করণ
নকলা প্রতিনিধি: নকলায় নতুন করে ২জন পুলিশ নকলা থানায় কর্মরত মোখলেছ ও নাসিরুজ্জামান করোনায় আক্রান্ত। তাদেরকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। পুলিশ মোখলেছের পরিবারের ৩ সদস্যকে হুম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এছাড়াও নকলা বাজারের ধান হাটির মোড়ে মসজিদ সংলগ্ন ১০টি বাসা বাড়ি লকডাউন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাক্তার মোঃ মজিবুর রহমান বলেন, এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৭ তাদের মধ্যে ৫জনই সুস্থ্য হয়েছেন।