প্রতিনিধি ২২ জুন ২০২০ , ১২:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্কঃ করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল। আজ রবিবার বিকালে হকের ফলাফল নেগেটিভ এসেছে।
তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মাঝে মধ্যে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে।রবিবার রাতে একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ১৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নেয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুসহকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়েছে। মাঝে মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাদের অক্সিজেন দেয়া হচ্ছিল। সিএমএইচে পুনরায় নমুনা পরীক্ষা করা হলে আজ রবিবার মন্ত্রীর ফলাফল নেগেটিভ আসে। আবার শারীরিকভাবেও তিনি সুস্থ আছেন।
রাতে মন্ত্রীর ঘনিষ্ঠ স্বজনরা জানান, মন্ত্রীর শারীরিক অবস্থার গতকাল থেকেই অনেক ভালো ছিল। আজ ফলাফল নেগেটিভ এসেছে। বিকালে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে।