ভোরের দর্পণ ডেস্কঃ
মহামারি করোনায় বর্তমানে বিশ্বে এপর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০ লাখ ৬৫ হাজার। চলছে করোনার দ্বিতীয় ঢেউ। ইউরোপসহ বেশকয়েকটি দেশে করোনার মিলেছে নতুন ধরন। করোনার নতুন ধরন ভাইরাসটি আগের ভাইরাস থেকেও অনেকটা বেশি শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে নয় কোটি ৬৬ লাখ ২২ হাজার ৬৩২ জন এবং মৃত্যু হয়েছে ২০ লাখ ৬৫ হাজার ৬২৪ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৯২২ জন।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৪৮ লাখ ৬ হাজার ৯৬৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ১১ হাজার ৪৮৬ জনের।
সংক্রমণে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৫ লাখ ৯৬ হাজার ৪৪২ জন এবং মারা গেছে এক লাখ ৫২ হাজার ৭৫৪ জন
সংক্রমণে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৫ লাখ ৭৫ হাজার ৭৪২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে দুই লাখ ১১ হাজার ৫১১ জনের।
আক্রান্তের দিক থেকে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ১২ হাজার ৮০০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৬ হাজার ৬২৩ জন।
এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ লাখ ৬৬ হাজার ৮৪৯ জন। এর মধ্যে মারা গেছে ৯১ হাজার ৪৭০ জন।
এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে যুক্তরাজ্যে, ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়ে এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯(করোনা ভাইরাস)।