দেশজুড়ে

করোনা ভাইরাস নমুনা না দিয়েও সাংবাদিকের করোনা পজিটিভ!

  প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৭:০০:৩৭ প্রিন্ট সংস্করণ

করোনা ভাইরাস নমুনা না দিয়েও সাংবাদিকের করোনা পজিটিভ!

চট্টগ্রাম ব্যাুরো: চট্টগ্রামের দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম এ হোসাইন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা না দিয়েই করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন। সোমবার সকাল ৯টা ৫৪ মিনিটে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ০১৭২৯০২৪৬১২ নাম্বার থেকে নিজের মোবাইল নাম্বারে করোনা পজিটিভ উল্লেখ করা অফিসিয়াল এসএমএসটি পান সাংবাদিক এম এ হোসাইন।

সেখানে উল্লেখ করা হয়েছে, গত ১৭ জুন করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা দেন চট্টগ্রামের বাসিন্দা এম এ হোসাইন। একইদিন নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে। অথচ ১৭ জুন ঢাকা নয়, চট্টগ্রামেও নমুনা দেননি এম এ হোসাইন। এরপরও তাকে পজিটিভ উল্লেখ করে অফিসিয়াল এসএমএস পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

যদিও গত ৬ জুন নমুনা দিয়ে ১৪ দিন পর ১৯ জুন পজিটিভ ফলাফল পেয়েছিলেন চট্টগ্রামের তরুণ এ সাংবাদিক। সোমবার (২২ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে নমুনা জমা না দিয়েও এমন উদ্ভট রিপোর্ট পাওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান তিনি।

তার ফেসবুকে স্ট্যাটাসটি নিম্নে হুবহু তুলে ধরা হলো: আশ্চর্য!!!!! নমুনা ছাড়াই পজিটিভ রিপোর্ট। স্বাস্থ্য দপ্তরের গাঁজাখুরি কাজ কারবার! আজকে এসএমএস করে জানালো ১৭ তারিখে নাকি আমি নমুনা দিলাম। তাও আবার ঢাকায়। তারা সেটা ১৭ তারিখেই পরীক্ষা করেছে। সে পরীক্ষার ফলাফল পজেটিভ! অথচ ১৭ তারিখ আমি কোন নমুনা দিইনি। নমুনা ছাড়াই পরীক্ষা করে রির্পোট! এর আগে ১৪ দিন পরে রির্পোট পেলাম। আর এবার পরীক্ষা ছাড়া রির্পোট পেলাম। সামনে কি আসে কি জানি।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, এমএ হোসাইন নামে একজনের ১৭ জুন নমুনা না দিয়েও করোনা পজিটিভ এসেছে। বিষয়টি তিনি আমাকে জানিয়েছেন। রিপোর্টটি সঠিক নয়। কারণ অনেক সময় ভুল রিপোর্ট আসে। তার বেলায়ও এ ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content