প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২০ , ৮:৫২:৩৯ প্রিন্ট সংস্করণ
বালিয়াডাঙ্গী প্রতিনিধি : করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় বালিযাডাঙ্গিতে ইউপিজি কর্মসূচীর আওতায় অতিদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেছে ব্রাক। ব্রাক ঠাকুরগাঁও এর সহযোগিতায় ও লাহিড়ী হাট শাখার অয়োজনে শুক্রবার বালিয়াডাঙ্গী উপজেলার ৩শ ৪৭ টি পরিবারের মাঝে নগদ ১ হাজার ৫শ টাকা করে দেওয়া হয়।
উপজেলার অতিদরিদ্র এসব পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানে প্রধান অতিথি হিনেসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ৩ নং ধনতলা ইউনিয়ন শাখার সভাপতি মো: দুলাল রব্বানী। আরো উপস্থিত ছিলেন ব্রাকের আ লিক ব্যাবস্থাপক নুর ইসলঅম ও শাখা ব্যাবস্থাপক কামরুজ্জামান এবং নাজমুল আহসানসহ কর্মীবৃন্দ। উল্লেখ্য, ব্রাকের ইউপিজি কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁও অ লের ব্রাকের ৭টি শাখায় অতিদরিদ্র ১৫শ ৩৩ টি পরিবারের মাঝে ২২ লক্ষ ৯৯ হাজার ৫শ টাকা করোনা মোকাবিলায় আর্থিক সহযোগীতা করা হয়েছে।