প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২০ , ৯:২৩:৪৩ প্রিন্ট সংস্করণ
বালিয়াডাঙ্গী প্রতিনিধি : করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় বালিযাডাঙ্গিতে ইউপিজি কর্মসূচীর আওতায় অতিদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেছে ব্রাক। ব্রাক ঠাকুরগঁাও এর সহযোগিতায় ও লাহিড়ী হাট শাখার অয়োজনে শুক্রবার বালিয়াডাঙ্গী উপজেলার ৩শ ৪৭ টি পরিবারের মাঝে নগদ ১ হাজার ৫শ টাকা করে দেওয়া হয়।
উপজেলার অতিদরিদ্র এসব পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানে প্রধান অতিথি হিনেসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ৩ নং ধনতলা ইউনিয়ন শাখার সভাপতি মো: দুলাল রব্বানী। আরো উপস্থিত ছিলেন ব্রাকের আঞ্চলিক ব্যাবস্থাপক নুর ইসলঅম ও শাখা ব্যাবস্থাপক কামরুজ্জামান এবং নাজমুল আহসানসহ কর্মীবৃন্দ। উল্লেখ্য, ব্রাকের ইউপিজি কর্মসূচীর আওতায় ঠাকুরগঁাও অঞ্চলের ব্রাকের ৭টি শাখায় অতিদরিদ্র ১৫শ ৩৩ টি পরিবারের মাঝে ২২ লক্ষ ৯৯ হাজার ৫শ টাকা করোনা মোকাবিলায় আর্থিক সহযোগীতা করা হয়েছে।