প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ৭:৪৩:১৪ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ নভেল করোনা (কোভিড–১৯) পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশে গোপালগঞ্জ জেলা প্রশাসন মানুষের সুরক্ষায় প্রথম দিক থেকেই নিরলসভাবে কাজ করে চলেছেন। জেলা প্রশাসনের এই পদক্ষেপে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সাসকো গ্রুপ।
গোপালগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসক ও সাংবাদিকসহ সরকারি দপ্তরের কর্মকর্তাদের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসনকে ১০০ পিস, পুলিশ প্রশাসনকে ২৫০ পিস, জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৫০ পিস, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫০ পিস, মুকসুদপুর উপজেলার সিন্ধিয়া ঘাট ফাঁড়িতে ৪০ পিস এবং জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে ৪১ পিস সহ মোট ৫৩১ পিস পার্সোনাল প্রটেকশন ইকিউপমেন্ট (পিপিই) বিতরণের জন্য জেলা প্রশাসনকে হস্তান্তর করেছে তারা।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, গোপালগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি শেখ আতিয়ার রহমান দিপুর পক্ষে তার ম্যানেজার (প্রশাসন) আবুল খায়ের গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মাহাবুবুল আলমের নিকট এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সাসকো গ্রুপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ভূমি, পুণ্য ভূমি গোপালগঞ্জ জেলায় করোনা মোকাবেলায় সন্মুখ যোদ্ধাদের সহায়ক হিসেবে প্রয়োজনীয় এ সামগ্রী হস্তান্তর করেন।