চট্টগ্রাম

কর্ণফুলীতে যুবদল দলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে জিডি

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৭:০৯:৫৬ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলীতে যুবদল দলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে জিডি

চট্টগ্রামের কর্ণফুলীতে ফেসবুক স্ট্যাটাস (পোস্ট) দেওয়াকে কেন্দ্র করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: নুরুন্নবী তানভীরের বাড়িতে গিয়ে মারমুখী আচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) রাতে কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নুরুন্নবী।

জিডিতে নুরুল ইসলামসহ আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাহার উদ্দীন (৪০), শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুর রহমান (৬২) ও বাহারের মামা কালো মিয়া (৫৮)।

জানা গেছে, অভিযোগকারী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী তানভীর দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের অনুসারী। অভিযুক্তরা উপজেলা বিএনপির আহ্বায়ক (স্থগিত হওয়া) এস এম মামুন মিয়ার অনুসারী।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, হুমকির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content