প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২০ , ১২:২০:৩২ প্রিন্ট সংস্করণ
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তারা বলা হয়েছে, ‘ছেলেধরা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। যেখানে একজন মা হিসেবে হাজির হবেন তিনি। এর আগেও ‘কণ্ঠ’ ছবিতে মায়ের চরিত্রে দেখা গিয়েছিলো। তবে সেখানে ছিলেন তিনি চিকিৎসক।
আর নতুন ছবিতে জয়া অভিনয় করবেন মাদকে আসক্ত এক মায়ের চরিত্রে। এখানে জয়া ছাড়াও অভিনয় করবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, ঈশান মজুমদারসহ আরও অনেকে।
‘ছেলেধরা’ সিনেমায় একটি অপহরণের গল্প বলা হবে। একটি অপহরণ মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করতে পারে আর তাদের ব্যক্তিগত দুর্বলতা দেখানো হবে। অক্টোবরে শুরু হবে এর শুটিং। এখানে সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য।
করোনা মহামারীতে জয়া বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন। অক্টোবরের শুরুতে তিনি সড়কপথে কলকাতায় সিনেমার শুটিং করতে যাবেন বলে জানা গেছে।