বরিশাল

কলাপাড়ায় ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ৪:১৭:৩২ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া প্রতিনিধি:

ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:) কে অবমাননাকর কার্টুন করার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কলাপাড়া ইমাম মোয়াজ্জিন কল্যান সমিতির আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় কলাপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রখেন, ইমাম মুয়জ্জিন সমিতির সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ রুমী, সাধারন সম্পাদক মাওলানা ফেরদৌস গাজী, পৌর কাউন্সিলর হাফেজ মো: আল-আমিন সরদার, জেলা পরিষদের সদস্য ফিরোজ সিকদার, বড় জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান, এতিমখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা হাফেজ নাসির উদ্দিন প্রমূখ। বক্তারা ফ্রান্সের পন্য বর্জন করার আহবান জানান।

আরও খবর

Sponsered content