প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৪:০০:২৮ প্রিন্ট সংস্করণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ করোনা সংক্রমণে লকডাউনে দুস্থ, অসহায়, র্কমহীন, গৃহবন্দী মানুষরে জন্য ধারাবাহকিভাবে কাজ করে যাচ্ছেন সাবকে কন্দ্রেীয় স্বচ্ছোসেবকদলরে সাবেক সহ–সাধারন সম্পাদক পটুয়াখালী জেলা বিএনপি’র সহ–সভাপতি কলাপাড়া উপজলো বিএনপি’র সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির।
বৃহস্পতবিার সকাল ১১টায় কলাপাড়া পৌর শহরের মুক্তেিযাদ্ধা কমান্ডার পটুয়াখালী ৪ আসনের সাবেক এম,পি ও ডিডিসি মরহুম আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন এর বাস ভবন সবুজ ছায়া প্রাঙ্গনে দুস্থ, অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির এর পক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করেণ বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ –সাংগঠনকি সম্পাদক কামরুজ্জামান কামরুল।
এসময় উপস্থিত ছিলনে কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু , যুগান্তর কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, কলাপাড়া পৌর যুবদলরে সিনয়ির সহ–সভাপতি কবিরুল ইসলাম মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম মিরাজ, কলাপাড়া রির্পোর্টাস ক্লাবের সাবেক সভাপতি এস,কে রঞ্জন, সাবেক সহ–সাধারন সম্পাদক রাসেল মোল্লা , সদস্য আহম্মেদ পাশা তানভীর, উপজলো ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রমুখ।